Sunday, January 20, 2019

অরিজিৎ মজুমদার

জীবন্ত মায়াবিনী


অপ্সরা রূপ সুন্দর হয়তো সে নয়

সৌন্দর্য্যে সে সমাজে হার মানে নিশ্চয়, 

তবুও সে সবার চোখে   মনমোহিনী

সুন্দর মনে ভরপুর সেই মেয়েদের কাহিনী।

মায়া মাখানো দুই নয়ন  যেন  আবেগউত্তাল

কথাতেও মায়া ঝরিয়ে ভাসায় মনের পাল। বাপের ঘরকে  যেমন তাঁরা করছে আলোয় আলো

পতির ঘরে তাকে ছাড়া সব এলোমেলো। 

দুহাতে সে পূরণ করে স্বামীর যত আব্দার

চাওয়ার আগে সব মিটায় যা সন্তানের দরকার, একসাথে  দুই পরিবারের  নয়নের মনি

আমার মতে প্রতিটি মেয়ে জীবন্ত মায়াবীনি।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...