অমরপুর, তোমার অপেক্ষায়
তোমার হৃদয়টা যেমন
বুকের বা'দিকে, ধকধক করছে।
ঠিক তেমনি,
গোমতীর বা'দিকে অমরপুরটা।
শ্বাস নিচ্ছে,
তোমার অপেক্ষায়।
তোমার যেমন দুটো টানা চোখ,
কাজল আঁকা।
ঠিক তেমনি,
এখানেও,
অমরসাগর আর ফটিকসাগর,
দুটো বিশাল, স্বচ্ছ পাড় বাঁধানো দীঘি, শুয়ে আছে,
স্নান করাবে বলে,
তোমার অপেক্ষায়।
তুমি যেমন খোলা চুলে দাঁড়াও,
মাঝে মাঝে বারান্দায়,
স্নানের শেষে।
ঠিক তেমনি,
এখানেও ছবিমুড়ার পাহাড়ে,
নদীর শীতল জলের ধারে,
খোদাই করা "মা দূর্গা" ,
খোলা চুলে,
তুমি আসবে বলে,
সটান দাঁড়িয়ে,
তোমার অপেক্ষায়।
তুমি যেমন শীতের রোদের আমেজ নিতে,
শুয়ে পড়, বাগান বাড়ির ঘাসের ওপর, মাঝে মাঝে,
ঠিক তেমনি,
এখানেও শুয়ে আছে,
ডম্বুর হ্রদ,
খোলা বুকে,
মন্দিরঘাট থেকে নারকেল কুঞ্জ অব্দি, তোমাকে জড়িয়ে ধরে চুমো খেতে, বারবার, আরো অনেকবার
তুমি আসবে বলে,
তোমার অপেক্ষায়।
পরিচিতি
----------------
কবি উত্তম বণিকের জন্ম দক্ষিণ ত্রিপুরার ঋষ্যমুখে। তিনি ত্রিপুরা পুলিশ সার্ভিসে কর্মরত। বর্তমানে অমরপুরে মহকুমা পুলিশ আধিকারীক হিসেবে কর্মরত। কবির প্রথম কাব্যগ্রন্থ 'ডবল পেসমেকার' আগরতলা বইমেলা ২০১৮তে প্রকাশিত হয়।
No comments:
Post a Comment