Thursday, January 24, 2019

সুমন পাটারী

রিংমাস্টার

বি, এ পাশ করা প্রাইভেট টিওটর আমি
স্কুলশিক্ষকের মতো আর পারি কই!

রাত আটটায় পাশের বাড়ি থেকে
নুন লঙ্কা ধার করে আনেন মা।
খেয়াল রাখেন বাবা ও আমি যেন টের না পাই।

বাবার সাথে খেতে বসি না এখন
ঘরে ঢুকেই সিগারেট জ্বালাই
বাবা আসেনা যখন তখন
এভাবেই কেটে যাচ্ছে লুকোচুরির জীবন

মা এই খেলার দক্ষ রিংমাস্টার।

পরিচিতিঃ-
-----------------
ত্রিপুরা রাজ্যের তরুণ কবি সুমন পাটারী। তার জন্ম ১২ই জানুয়ারী ১৯৯৩ সালে। তাঁর কবিতায় সমাজের চাপা পড়া সত্যের মুখোমুখি হতে হয় পাঠককে। কত সত্য যে চাপা পড়ে থেকে যায় সেটা নিখুঁতভাবে তুলে এনে উপস্থাপনে সুমন পাটারীর তুলনা মেলা দায়! রাজ্যের বিভিন্ন প্রকৃতিগত বৈশিষ্টের সাথে জীবনকে যুক্ত করে একটা নতুনত্ব সৃষ্টি করে উপস্থাপন করেন তিনি। সাহিত্যে নতুনত্ব সৃষ্টি করাই তার লক্ষ্য। তিনি গ্রেজুয়েট (বিসিএ)। তিনি দক্ষিণ ত্রিপুরা থেকে 'দিনকাল' নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।

প্রকাশিত কাব্যগ্রন্থঃ-
-----------------------------
১। মাটি মানুষ,
২।  তারা দেখার পাপ

যৌথ সংকলন
সমকালিন  ত্রিপুরার পনের জন কবির কবিতা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...