Friday, January 25, 2019

অপাংশু দেবনাথ

নির্জনকোলাহল

নির্জনকোলাহল থেকে
একটা ফড়িং
ফিরে আসে
ঘরে,
অথচ ঘরে চাহিদার
উন্মুখচিবুক।

শরীর পড়ে থাকে
কোলাহলে।
তাকে ঘিরেই জ্বলে উঠে
আগুন,
নির্জনকোলাহল।

পরিচিতি
---------------
ত্রিপুরার কাব্য সাহিত্যে এক পরিচিত মুখ কবি অপাংশু দেবনাথ। তার কবিতায় স্থানিক শব্দ, চিত্রকল্প, রূপকল্প এবং অবয়বে তাকে স্বতন্ত্রভাবে পরিচিতি দেয়।কবির জন্ম ২৫শে জানুয়ারী ১৯৭৩ সালে বিশালগড়ের জাঙ্গালিয়ায়। পেশায় সরকারী শিক্ষক।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
১। অপেক্ষার অম্নবালি
২। হাসনুহানার দেশে
৩। মৃত্তিকাঋণ মেঘমিতাকে

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...