Thursday, January 24, 2019

সোমেন চক্রবর্তী

নিরাময়
             

দিনের শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরানো কাগজ, আর
ভেঙ্গে যাওয়া উৎসবের ফিকে জেল্লা, 

এই তথ্য বুঝে নেওয়ার পর
পরম ধ্যানে বসে একটু জিরিয়ে নিই;
ঈশ্বর তো অজুহাত মাত্র... 
তখন শুধু খুঁজতে থাকি হারিয়ে যাওয়া আত্মনির্যাস

বুঝতে পারি
এটা কোনো জীবন নয়;
আসলে আমরা স্পন্দন জনিত জটিল রোগে ভুগছি 

তল্পির ভিতর তখন বয়ে বেড়াই শিরিষকাগজ;
ইতিহাসের পাতা ঘষে মুছে ফেলতে চাই রক্তবমির দাগ

কবি পরিচিতিঃ-
----------------------
কবি সোমেন চক্রবর্তীর জন্ম ১৯৮৬ সালের ৪ঠা জুন ত্রিপুরার সাব্রুম মহকুমার দৌলবাড়ি গ্রামে।
বর্তমানে কেন্দ্রীয় আরক্ষা দপ্তরে কর্মরত
কর্মস্থল - রাজস্থানের মাউন্ট আবুতে।

কবির দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ - "আমাকে আর ভয় দেখিও না", "জল আয়নার আমি"

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...