Thursday, January 24, 2019

সোমেন চক্রবর্তী

নিরাময়
             

দিনের শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরানো কাগজ, আর
ভেঙ্গে যাওয়া উৎসবের ফিকে জেল্লা, 

এই তথ্য বুঝে নেওয়ার পর
পরম ধ্যানে বসে একটু জিরিয়ে নিই;
ঈশ্বর তো অজুহাত মাত্র... 
তখন শুধু খুঁজতে থাকি হারিয়ে যাওয়া আত্মনির্যাস

বুঝতে পারি
এটা কোনো জীবন নয়;
আসলে আমরা স্পন্দন জনিত জটিল রোগে ভুগছি 

তল্পির ভিতর তখন বয়ে বেড়াই শিরিষকাগজ;
ইতিহাসের পাতা ঘষে মুছে ফেলতে চাই রক্তবমির দাগ

কবি পরিচিতিঃ-
----------------------
কবি সোমেন চক্রবর্তীর জন্ম ১৯৮৬ সালের ৪ঠা জুন ত্রিপুরার সাব্রুম মহকুমার দৌলবাড়ি গ্রামে।
বর্তমানে কেন্দ্রীয় আরক্ষা দপ্তরে কর্মরত
কর্মস্থল - রাজস্থানের মাউন্ট আবুতে।

কবির দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ - "আমাকে আর ভয় দেখিও না", "জল আয়নার আমি"

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...