Thursday, January 24, 2019

অভ্রজিৎ দেবনাথ

আজকের নেতাজী

আজকের জমানায়, সুট-বুট গায়ে,
পাড়ায়-পাড়ায়, প্রতি গলির মোড়ে
কত নেতাজীরা ঘুরপাক খায়।
আমিও নেতাজী, তুমিও নেতাজী
নেতাজী হলে দামী গাড়ি, পাওয়া যায় সম্মান।
দাদাগিরি যার বেশি তিনিই মহান।
দরিদ্রের অশ্রু মুছতে যান না উনি
হাত নোংরা হওয়ার ভয়ে;
ট্রাফিকে থেমে যায় কত এম্বুলেন্স
নেতাজী আগে যাবে বলে।
ভোট ফুরোলে তাঁর কাছে মূল্য নেই 
কোনো মানুষের কান্নার;
নেতাজী উনি-
রঙিন একটা মঞ্চ চাই তাঁর,
মিথ্যা বলবার।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...