অবলুপ্ত
একটা আনকোড়া প্রেমের কবিতা লিখতে
নিজেকে কীট ভাবতে হয়,
ঢুকে যেতে হয় পুরুষ্ঠু দেওয়ালের কোন এক সুক্ষ্ম ফাটল গলে।
যেখানে রোজ এঁদো ডোবার সাথে বেঁচে থাকারক কথা বলে উদ্বর্তীত অশ্বত্থের চারা।
উইপোকারা জানে জমানো অক্ষর কতটা কঠিন
ফেলে রাখা ডাইরির পাতায়।
স্রোতহীন স্থির জলেও বাঁচে জীবন,
ব্যার্থতার দীর্ঘশ্বাসে অজস্র বুদ্ বুদে।
মৃত্যু নেই বলে আমরা
আঁধার থেকে আঁধারে হাঁটি।
মিথেনের আলো খুঁজি কর্ণিয়ায়।
অবাক হই!
একটা প্রেমের কবিতায় আজ আমরা কোথাও নেই!
বিলুপ্ত 'আমি ই', বিলুপ্ত 'তুমি ই'
হাজারের ভিড়ে হারিয়ে,
'আমিও', 'তুমিও'।
পরিচিতিঃ-
-----------------
মন্দিরা লস্কর ত্রিপুরা রাজ্যের কবি। তিনি আগরতলায় থাকেন। রাজ্যের প্রথম সারির ম্যাগাজিনগুলোতে নিয়মিত লেখা প্রকাশিত হয়। নিজের প্রকাশিত কাব্যগ্রন্থও রয়েছে। মনন স্রোতে মূল্যত এটাই কবির প্রথম লেখা।
No comments:
Post a Comment