Thursday, January 24, 2019

আম্রপালী দে

মনে রেখেছো

এখানে জানালা গলিয়ে হাতে ঠেকা গোধূলি ততোটা নমনীয় নয় । ওই দূর থেকে উঁকি মেরে ঘুমিয়ে থাকা ঘরগুলো শুধুই শিল্প । সেখানে রঙ লেগেছে অনুনাদের । আর রয়েছে দক্ষিণযুগের বাতাস ।
এলোমেলো শব্দের রাশভারি দৌরাত্ম্যে ভাবনাগুলোকে এক গাঢ় ভাঁজপড়া চিন্তায় ঝিমিয়ে রেখে দিতে প্রচুর ভালোবাসি । সেই সমুদ্রে নৌকো বানাতে ইচ্ছে নয় । একটা ভালো নৌকো তৈরি করে দূর থেকে লক্ষ্যে স্থির অস্তমিত সূর্যের দিকে হঠাৎ করে ছুঁড়ে দিতে ইচ্ছে করে ।

ইচ্ছে করে অনেক কিছুই । অথবা যা কিছু কিছুদিন আগে পর্যন্তও কারোর ভালোবাসার ক্ষেত্রফলে কুন্ডলী পাকিয়ে তাকিয়ে থাকতো , সে তার খোলস ছিঁড়ে আজ দেশান্তরী ।

বদলে গেছি আমি ।
তুমিও তো বদলির জাবদা খাতায় পয়লা ।

এমনই একটা রাশভারী গোধূলি চেয়েছিলাম বহুজীবন আগে
মনে রেখেছো ?

পরিচিতিঃ-
-----------------
আম্রপালী দে আগরতলা নিবাসী। বর্তমানে কলকাতায় চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী। কবিতা লেখার বয়স ২বছর। তবে লেখালেখি শুরু স্কুলে জীবনে।
পাওয়ার পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য -
All Tripura Essay Competition for all age groups '2015 এর প্রথম স্থানাধিকারিনী , প্রবন্ধের বিষয় ছিল " সাম্প্রদায়িকতা বিরোধী রবীন্দ্রনাথ " ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...