Thursday, January 24, 2019

আম্রপালী দে

মনে রেখেছো

এখানে জানালা গলিয়ে হাতে ঠেকা গোধূলি ততোটা নমনীয় নয় । ওই দূর থেকে উঁকি মেরে ঘুমিয়ে থাকা ঘরগুলো শুধুই শিল্প । সেখানে রঙ লেগেছে অনুনাদের । আর রয়েছে দক্ষিণযুগের বাতাস ।
এলোমেলো শব্দের রাশভারি দৌরাত্ম্যে ভাবনাগুলোকে এক গাঢ় ভাঁজপড়া চিন্তায় ঝিমিয়ে রেখে দিতে প্রচুর ভালোবাসি । সেই সমুদ্রে নৌকো বানাতে ইচ্ছে নয় । একটা ভালো নৌকো তৈরি করে দূর থেকে লক্ষ্যে স্থির অস্তমিত সূর্যের দিকে হঠাৎ করে ছুঁড়ে দিতে ইচ্ছে করে ।

ইচ্ছে করে অনেক কিছুই । অথবা যা কিছু কিছুদিন আগে পর্যন্তও কারোর ভালোবাসার ক্ষেত্রফলে কুন্ডলী পাকিয়ে তাকিয়ে থাকতো , সে তার খোলস ছিঁড়ে আজ দেশান্তরী ।

বদলে গেছি আমি ।
তুমিও তো বদলির জাবদা খাতায় পয়লা ।

এমনই একটা রাশভারী গোধূলি চেয়েছিলাম বহুজীবন আগে
মনে রেখেছো ?

পরিচিতিঃ-
-----------------
আম্রপালী দে আগরতলা নিবাসী। বর্তমানে কলকাতায় চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী। কবিতা লেখার বয়স ২বছর। তবে লেখালেখি শুরু স্কুলে জীবনে।
পাওয়ার পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য -
All Tripura Essay Competition for all age groups '2015 এর প্রথম স্থানাধিকারিনী , প্রবন্ধের বিষয় ছিল " সাম্প্রদায়িকতা বিরোধী রবীন্দ্রনাথ " ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...