Thursday, January 24, 2019

সামিন শুভ

মানুষ হতে চাই


আমিও হতে চাই মানুষ 
মান আর হুশে ভরা তুমুল মানুষ 
একঝাঁক অমানুষের ভীড়ে
আমিও বেড়েছি ধীরে ধীরে
পরিণত হয়েছি আগামীর আজ
শিখেছি ভন্ড কেমন বদলায় মেজাজ
দুষ্ট দিমাগ ভরা পাপের জঞ্জালে
মানুষ নামে অমানুষ ছেপেছে কঙ্কালে
দিনে দিনে পশু বেড়ে পিশাচ বনে যায়
একে একে সোয়াবের বাতি নিভে যায় 
হিসাব নিতে অন্তর-আত্মা মুখোমুখি 
অমাবস্যায়  হৃদয়ঘন যেন সদ্য দুজখি
অমানুষের ভীড়ে তব কেমন ঘুমন্ত হুশ
আত্ম-অভিমানে ঘেরা আদর্শ মানুষ!
পথভ্রষ্ট নবজাতক আমি আগামীর কাল
আমিও তো পাওনা একটা সদ্য-সক্কাল।

পরিচিতিঃ-
----------------
সামিন শুভ'র জন্ম ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘরে। মননস্রোতে তার লেখা প্রকাশিত হয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...