Thursday, January 24, 2019

রাজীব দত্ত

ভাবনা যখন শৃঙ্গারে।

হে পার্থিব,একটি বারের মতো,
আমায় বাঁধন মুক্ত হতে দে।
ওই মেঘ যুবতী মাধবীলতার যৌবনটাকে,
একটি বারের মতো ছুঁতে দে।
এই ঝড়ে,কানের লতি বেয়ে,
তার অনাবিল যৌবন-বসন্তকে,
আমিই প্রথম নামতে দেখেছিলাম।

হে পার্থিব,একটি বারের জন্য,
আমায় বাঁধন মুক্ত হতে দে।
এই ঘন বর্ষায়,
তার নীল শাড়ীটাকে  নিঙড়ে ফেলে,
নিরাভরণ শরীরী রাজ্যে,
টাটকা সৈনিকের মতো,
নিজেকে হারিয়ে ফেলতে দে।

হে পার্থিব,শুধু একটি বারের জন্য,
বাঁধন হারা হতে দে,
চাইনা রবির বিনোদিনী,
জীবনান্দের বনলাতার সাথেও আড়ি,
শুধু মাধাবীলতার শরীরের গন্ধ মাখা, কামিজটাকে আমার যৌবনের ক্যানভাসে,
ঝুলে থাকতে দে

পরিচিতিঃ-
-----------------
রাজীব দত্ত আগরতলার খয়েরপুরে জন্মগ্রহন করেন। তিনি 'মেঘলা আকাশ' নামে একটি সাহিত্য বিষয়ক ফেসবুক পেজ পরিচালনা করেন। বাংলা বিষয়ে অনার্স শেষ করে মাষ্টারডিগ্রী শেষ করেন। মননস্রোতের প্রথম সংখ্যায়ও তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...