Thursday, January 24, 2019

অনুপম রায়

ছেঁড়া তার

একজোড়া তাড়ের আওয়াজে
সমাজের কলম কম্পিত;
যেথায় সত্য,সেথায় ধর্ম
এ কারণেই তাড়জোড়া সত্যের গান গায়।
ফলাফল তার পূণ্যলাভ!

ছোটবেলাতেই তার দীক্ষাগ্রহণ সম্পূর্ণ হয়।

দীক্ষাগুরু মানবিকতা থেকেই বীজমন্ত্র প্রাপ্য ;
বীজমন্ত্র–কল্যাণ,কল্যাণ,কল্যাণ, কল্যাণ

প্রত্যেকটি রাতে স্বপ্ন দেখে কল্যাণের!

কল্যাণের কল্পনায় তাড়জোড়া বেঁচে থাকার আনন্দ অনুভব করে।

কিছুক্ষণ আগেই তাকে খুন করা হয় 

ছিঁড়ে যায় তাড়জোড়া।
একজোড়া তাড়ের পরিণাম ছেঁড়া তাড়
তবে, অপরাধী নিষ্পাপ।

পরিচিতিঃ-
------------------
অনুপম রায়ের জন্ম দক্ষিণ ত্রিপুরায়। বর্তমানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কোর্সে পাঠরত ছাত্র। মননস্রোতে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...