Thursday, January 24, 2019

অভীক কুমার দে

অভুক্ত আকাশে

অনিয়মের জীববন,
রাতের কষ্ট লেখা,
যেসব নিবিড় শব্দ রাতের কালোয়
সব ঋতুতেই গোপনে মুখ ঢাকে,
চাহিদার আগুনে পোড়ে;
মনের সবুজ জ্বলে গেলে
মৃত গাছ
সকাল থেকে ফাঁকা আকাশ দেখে, বহুদূর...
কত ধোঁয়া !
কত ধুলো !
কি সুখে উড়াই মেঘ ?
কি সুখের আবির ঢালি ?

দিনের কষ্ট রাতের ঘরে জমা হলে
আকাশের বুকে খরা জেগে ওঠে, অথচ
ফাঁকিবাজ চাঁদ ঘুরে খায়
পাহারায় জেগে থাকে রামধনু রঙ
রক্তবীজ ছড়ায়,
অভুক্ত আকাশ বাসা বাঁধে নীল।

দিন আসে যায় দিন
নির্লজ্জ রামধনু বেঁকে যায় আলোর চতুর্দিকে
সাতরঙা প্রতিশ্রুতির মিথ্যে রঙ
বেরঙ
হারিয়ে যায় মূলধন এবং
সাদাকালো ল্যাবরেটরির মায়াবী আলোয়
একা, ইংরেজি শব্দে বেরিয়ে আসে গালি।

পরিচিতিঃ-
----------------
তরুণ কবি অভীক কুমার দে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমায় জন্ম। কবি শিক্ষা বিজ্ঞানে স্নাতক। পেশাগত দিক দিয়ে স্থায়ী বেসরকারি সংস্থায় কর্মরত। তাছাড়া লেখালেখির পাশাপাশি কয়েকটি সেবামূলক সংস্থার সাথে কবি স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত। সাহিত্য জীবনে তিনি 'সমভূমি' নামক লিটল ম্যাগাজিনটি সম্পাদনা করেন।

কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম - 'আমি হবো নতুন পৃথিবী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...