Thursday, January 24, 2019

বিজন বোস

জয়তু নেতাজী

জয়তু নেতাজি বীর সন্তান

উচ্চ তোমার শির

সর্ব কর্ম মাঝে স্বাধীনতার স্বপ্ন আজন্ম লালিত,

পরিপূরণে সর্বতো চেষ্টা--

অজেয় তুমি বীর ।

আজও বাজে কানে

"তোমরা আমায় রক্ত দাও

স্বাধীনতা দেবো আমি"

লক্ষ কোটি প্রাণে বাজে মুক্তির স্বাদ;

 যে মুক্তি পরাধীনতার গ্লানি

ধুয়ে মুছে করে দেবে সাফ --

স্বাধীন নিশান উড়বে দেশে

--সে মুক্তির দূত তুমি ।

আজও জাগায় শিহরণ

"দিল্লি চলো ধ্বনি "

রক্ত পিপাসু ব্রিটিশের বেড়ে যায় হৃৎকম্প

রাজদণ্ড ছেড়ে পালানোর পথ খুঁজে বেড়ায় তারা

'সূর্য অস্তমিত নয় '--একদিন ভেবেছিল যারা,

ভারত মায়ের দামাল ছেলেরা তোমার মন্ত্রগুপ্তি--

প্রাণে প্রাণে কন্ঠে কন্ঠে ধ্বনিয়া আসে

চাই ভারত মাতার চির 'শৃঙ্খলমুক্তি' ।

ওই দেখ ওড়ে বিজয় নিশান

ভারত স্বাধীন দেশ,

মর্মে মর্মে চকিত ভাবনা!

প্রেরণা তুমি ----

তবু কেউ করে সংশয়--

বেঁচে কি তুমি ?

কেউ বলে আলবৎ বেঁচে ,

মৃত্যু কি তোমায় স্পর্শিতে পারে ?

মনে মনে ভাবে কোটি প্রাণ যারে--

ভারত মাতার বীর সন্তান

বেঁচে আছো তুমি, বেঁচে থেকো তুমি

জনগনমন মন্দির মাঝে ,--

তুমিই বরণ্যে  ভারত-ত্রাতা

স্মরনে মননে তেইশে জানুয়ারি

হিল্লোলিত ভারত মাতা,

বিশ্ববন্দিত বীর প্রনামি তোমায়

তুমি বিশ্ব নন্দিত নেতা ।


পরিচিতিঃ-
------------------

বিজন বোসের জন্ম দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম হরিণার চালিতাছড়ি গ্রামে। দীর্ঘদিন সাহিত্য চর্চা এবং সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। কবির লেখা রাজ্যের বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় মূল্যত তিনি মনন স্রোতের একজন নিয়মিত লেখক।

প্রকাশিত কাব্যগ্রন্থ -

1.প্রতিবাদী তীর (স্রোত প্রকাশনা)

বর্তমানে তিনি 'মনু থেকে ফেনী' নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...