সম্পাদকীয়'র মাধ্যমে একটি পত্রিকা বর্তমানে আলোচনাধীন কোন বিষয়ের উপরে পত্রিকার কি মতামত তা পাঠকের কাছে প্রকাশ করে। সেজন্যই প্রত্যেকটা লিটল ম্যাগাজিনে আলাদা একটি সম্পাদকীয় পাতা তৈরী করা হয়, মননস্রোতের এবারের সংখ্যাটা বিশেষ সময়োপযোগী বলে মনে করি, কারণ প্রত্যেকটা লেখায় সম্প্রীতির ভাব, গঠনমূলক আলোচনা, এবং সতন্ত্র কয়েকটি ভাবনা ফুটে উঠেছে। মননস্রোত এই ধরনের লেখা প্রকাশ করতে পেরে সার্থকতা অনুভব করছে। আমরা নতুন একটি বিভাগ তৈরী করবো পাঠকের জন্য। সেখানে পাঠকদের পরামর্শ, মতামত সবকিছুই প্রকাশ করা হবে। সেজন্য প্রিয় পাঠকদের সক্রিয়তা কামনা করছি। এ বিভাগটি ওপেন এডিটোরিয়াল পাতার নীচেই পাওয়া যাবে।
পরিশেষে যাঁরা এই সংখ্যায় লিখে মননস্রোতকে সমৃদ্ধ করেছেন,সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতিমাসে প্রকাশ করতে গিয়ে মননস্রোতকে বাস্তব কিছু সমস্যায় পড়তে হয়।
অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভারতীয় প্রজাতন্ত্রের সবচাইতে বড় দিবসের পূর্ণলগ্নে আমরা আপ্রাণ চেষ্টা করেছি মননস্রোতের নতুন বছরের নতুন সংখ্যাটি প্রকাশ করার জন্য। মননস্রোতে যারা শ্রম প্রদান করেন সকলেই তরুণ প্রজন্মের। ভুলত্রুটি থাকতেই পারে। সকল ভুলত্রুটির দায়ভার আমার একারই। আশা করবো মার্জনাপ্রাপ্ত হবো। সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন।
জয় হিন্দ
শ্রদ্ধা ও শুভেচ্ছা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মননস্রোত
No comments:
Post a Comment