Sunday, January 20, 2019

পূজা মজুমদার

পাথর নিয়ে কাব্য লেখা


কবিরা নাকি আবেগ দিয়ে চলে
বাস্তবতার সাথে তাদের কখনও হয়নি দেখা।
কবিরা শুধু জেগে স্বপ্ন দেখেন,
অভিযোগ কতো আছে জমা
তাদের হয়নি জীবনের মুখোমুখি বসা।
তাহলে তুই কি নীড়েট পাথর?
জীবনের প্রতি ভাঁজে অভিমান,
রাগ,অপবাদ,ঘৃনা আর ভালোবাসা।
না পাওয়ার যন্ত্রনা, কবির বুকেও
ভীষন করে বাঁজে।
তাহলে আবেগটা আসে কোথা থেকে শুনি, 
এই সংসার থেকে,না কি?
বাস্তবতা কি,এই জীবনই তো!
কবিদের কি জীবন নেই?
রুঢ় জীবন কেড়ে নেয় আবেগ,
বিবেক,বোধ- সব, সব। 
তবু কবি আবেগ পুষেন,খাঁচায় রাখেন,
বুকে রাখেন খুব যতন করে।
নইলে কি হতো তোকে নিয়ে
এত্তো কাব্য আর গল্প লেখা?
খাতা জুড়ে কেবল তোর মুখ আঁকা?
তুই তো নীড়েট পাথর
পরে থাকতি একা, একা।
কবি আছেন বলেই না তুই আছিস
নইলে কার এতো শখ পরেছে , 
পাথর নিয়ে কাব্য লেখা।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...