অবচেতন মন অবচেতন কিছু কথা
এ ভোর না হোক তোমার,
তবে কি আমার হবে?
ঐ উড়ন্ত পাখি না হোক তোমার সাথী,
তবে কি আমার হবে?
ফুলের সুরভী তোমার কাছে ধরা নাই বা দিলো,
তবে কি আমার হবে?
এ রাস্তা এ শহর ডাকছে তোমায় অচিন্তে,
তাও কি তুমি এড়িয়ে যাবে?
তুমি পাষন্ড নাকি হারানোর ভয় বুকের ভেতর;
কারোর ডাকে তোমার অবচেতন মন,
রাগ ক্ষোভ যন্ত্রণায় কেমন এক ,
ক্লান্ত হওয়ার কায়িক শ্রম!
বেবাক তুমি তবুও আজ,
প্রত্যাশার খামে বন্দী হলে!
ধন্য হয়ে পুষিয়া লও এ মানবজীবন,
সুখ দুঃখের বিচার , সে হোক্ তবে মৃত্যুরি পরে..!!
No comments:
Post a Comment