Sunday, December 16, 2018

রণজিৎ রায়

বিশ্বপ্রেম
          

কারও  দেশপ্রেম সত্যিই বড়ো অদ্ভুত
ভিনগ্রহে শিলাবৃষ্টি হলেই
লেপের তলায় হুহু করে কাঁপে
নিজের দেশে আগুন  জ্বালিয়ে  অন্যের মাতৃভূমিতে
গভীর ওমের প্রত্যাশায় থাকে।

কারও দেশপ্রেম আরও মনোমুগ্ধকর
রাজপথ থেকে গলিপথে এনে
কান ফুঁতে একান্তে বীজমন্তর ঢালে
প্রাণভরে অক্সিজেন খেতে বলে
বাতাস ফেরি করে বেড়াবে--
কার্বন, ভিটামিন  আর ক্যাল সিয়াম
আধুনিক চিকিৎসা বর্জন করে
লিঙ্গে খাঁটি গাওয়া ঘি ঢালবে।

দেশভক্তি  নিয়ে কাউকে সন্দেহ হলেই
মুহূর্তেই বিদেশে চালান করে দেবে
সবাই মিলে খোল করতাল বাজিয়ে মাতৃবন্দনা করবে
দারিদ্র্য আর রোগ লেজ গুটিয়ে
উন্নয়ন অট্টহাসিতে  ফেটে পড়বে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...