Sunday, December 16, 2018

অমিত রুদ্র পাল

শিশির

ভোর শিশিরে দিচ্ছে আড়ি
চোখের পলক ভিজে ভারী ।
সূর্য যখন মেঘের কেশে
কিরণ লুকিয়ে লাজুকে এসে ,
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।
ঠিক তখনই,
প্রহর শেষে, ঘুমে ভেসে
চন্দ্রপ্রভা উদয় দেশে
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।

এই তো সেদিন নগ্ন জলে
ডুবুরি হয়ে মাথা তুলে,
মন পিঞ্জরের গল্প খুলে
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।

দাঁড়িপাল্লা করে শীত মাপা
ভীষণ কষ্ট ভারী ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...