Sunday, December 16, 2018

অমিত রুদ্র পাল

শিশির

ভোর শিশিরে দিচ্ছে আড়ি
চোখের পলক ভিজে ভারী ।
সূর্য যখন মেঘের কেশে
কিরণ লুকিয়ে লাজুকে এসে ,
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।
ঠিক তখনই,
প্রহর শেষে, ঘুমে ভেসে
চন্দ্রপ্রভা উদয় দেশে
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।

এই তো সেদিন নগ্ন জলে
ডুবুরি হয়ে মাথা তুলে,
মন পিঞ্জরের গল্প খুলে
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।

দাঁড়িপাল্লা করে শীত মাপা
ভীষণ কষ্ট ভারী ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...