শিশির
ভোর শিশিরে দিচ্ছে আড়ি
চোখের পলক ভিজে ভারী ।
সূর্য যখন মেঘের কেশে
কিরণ লুকিয়ে লাজুকে এসে ,
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।
ঠিক তখনই,
প্রহর শেষে, ঘুমে ভেসে
চন্দ্রপ্রভা উদয় দেশে
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।
এই তো সেদিন নগ্ন জলে
ডুবুরি হয়ে মাথা তুলে,
মন পিঞ্জরের গল্প খুলে
ভোর শিশিরে দিচ্ছে আড়ি ।
দাঁড়িপাল্লা করে শীত মাপা
ভীষণ কষ্ট ভারী ।
No comments:
Post a Comment