শীত আমার
হরেক রকম মানুষ খেলে রসের দরিয়ায়,
ঠাকুর মেনে ঘরের কোণে সন্ধান চালায়,
শিশির বধূর লজ্জা বড় ঘোমটা টেনে চলে!
রসের ভারে আকুল বাউল মোটা কন্ঠে বলে।
শীতের সকাল ঘুমের বশে শরীর লেপ্টে থাকে
মিষ্টি রোদের প্রলাপ দিয়ে ধোঁয়া ছাড়ে নাকে;
জলের রঙে বিরক্তিরা চোখের পলক ফেলে,
মনের ডাকে শরীরখানা জড়িয়ে নেয় শালে।
গরম গরম তেলের পিঠায় স্বর্গ সুখের বাস,
ভাপা পিঠের সুগন্ধিতে বড় বড় শ্বাস!
নয়া শীতের অনেক স্বপ্ন খেতে থাকার নেশা;
খেতে বড্ড ভালোবাসি ঝাল মাংস কষা।
কারোর কাছে শীত সুখের কারোর কাছে কষ্ট
আনন্দরা ছিঁড়ে যেতেই অনুভূতি নষ্ট।
একটিবারে শীত আমার ভালো-মন্দে খাসা;
প্রকৃতিতে সুখের ভাষা চাষ করে চাষা।
No comments:
Post a Comment