Sunday, December 16, 2018

দেবব্রত চক্রবর্তী

সেই দিন


যখন মনে পরে, 
প্রকৃতির এই সুন্দর নীলিমার আঙ্গীনায়
রুদ্র দেবের সেই স্পর্শ ভুত ভালোবাসা ;
যার তেজরশ্মী দিয়ে সমস্ত জগতের -
ভালোবাসা কিনে নিয়েছে,
কত দামী আসনে তাঁর অভয় রূপ ব্যক্ত করেছে। 
প্রতি দিন প্রতি পরশে 
নব জীবনের স্পন্দন জাগাচ্ছে। 
সারা বেলা খেলা করে খেলা ঘড়ে বসে। 
এক ফোটা ঝলমলে ফোটায় মৃদু হাসি _;
ওফ! তখনই মনে পরে, সেই দিন 
দুচোখ রাঙিয়ে আসত যখন অভিমানী হাসি হেসে, 
আর বাতাসে নড়ানো ময়ূর পাখার মতোই বিস্ময় অপরূপ সুন্দর মুখে _;
বলছে তার অনুরাগের ব্যথিত কথা। 
তবুও পারলাম না হায়! সেই দিনের ভালোবাসার কথা। 
সেটা কাগজে লেখা বুক ফাটানো চিৎকার নয় 
সেটা অন্তরের ভালোবাসা।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...