অপেক্ষার শালবন
তুমুল বৃষ্টিবেলায় উড়ন্ত মেঘে আধান সম্ভাবনায়
সহসা বজ্রপাতে ঝরে পড়ে রাশি রাশি বৃষ্টি কণা-
পর্বতগাত্রে মেঘদূত বার্তা পৌঁছায়;
মেঘের ভেলায় নেমে আসে কুমারী ঝর্ণা; খুলে কেশরাশি,
মনযোগ দেয় কামসূত্র পাঠে।
মুখোমুখি তৃষ্ণার্ত পাহাড়
উন্মুখ বহুদিন--
জোয়ার আসে মরাগাঙে;
পাড় ছাপিয়ে দীর্ঘদিন পর ভিজে যৌবনের; শালবন !
মোহনা-গামি স্রোত সৈকতে যেতে যেতে সেরে নেয় ঋতুসঙ্গম,
প্রবল বৃষ্টি প্রান্তরে ।
একসময় ভাঙা পাড়ে
তোমার আমার দূরত্বে বৃষ্টিবেলা থাকে না তখন
নিদানবেলায় অপেক্ষার শালবনে।
No comments:
Post a Comment