Sunday, December 16, 2018

নবীনকিশোর রায়

অপেক্ষার শালবন

তুমুল বৃষ্টিবেলায় উড়ন্ত মেঘে আধান সম্ভাবনায়
সহসা বজ্রপাতে ঝরে পড়ে রাশি  রাশি বৃষ্টি কণা-

পর্বতগাত্রে মেঘদূত বার্তা পৌঁছায়;
মেঘের ভেলায় নেমে আসে কুমারী ঝর্ণা; খুলে কেশরাশি,
মনযোগ দেয়  কামসূত্র পাঠে।

মুখোমুখি তৃষ্ণার্ত পাহাড়
উন্মুখ বহুদিন--
জোয়ার আসে মরাগাঙে;
পাড় ছাপিয়ে দীর্ঘদিন পর ভিজে যৌবনের; শালবন !

মোহনা-গামি স্রোত সৈকতে যেতে যেতে সেরে নেয় ঋতুসঙ্গম,
প্রবল বৃষ্টি প্রান্তরে ।

একসময় ভাঙা পাড়ে
তোমার আমার দূরত্বে বৃষ্টিবেলা থাকে না তখন
নিদানবেলায় অপেক্ষার শালবনে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...