Sunday, December 16, 2018

সংগীতা শীল

বিধাতা

জীবন যে কোনো এক অচেনা দেশের পথে ছুঁটে বেড়ায়,
ছুটে চলা দিগন্তহারা পথিকের মন।

কেউ কিছু সুখের আলিঙ্গনে,
কেউবা দুঃখের অশ্রুজল নিয়ে নীরবে।
কখনো বিষাদ সুর স্পন্দনের মাঝে বিচ্ছিন্নতা ভরা।
কারো দুচোখে শব্দহীন কান্না
বেদনাসিক্ত জলগুলো আপনজন হারানোর শূন্যতার বুকে বয়ে চলে!

এইতো এক দৃশ্য বিধানের জগত!
কে বোঝে কার অনুভূতি?
তবুও তো আমরা বেঁচে আছি
আশা-নিরাশার পথ চেয়ে
সুখ-দুঃখের পাথিব ভরা সময় নিয়ে।
এই তো জীবন আমাদের!
বিধাতা!

কেন তুমি মাঝে মাঝে এত নিষ্ঠুর হও!
        
                   

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...