Sunday, December 16, 2018

সংগীতা শীল

বিধাতা

জীবন যে কোনো এক অচেনা দেশের পথে ছুঁটে বেড়ায়,
ছুটে চলা দিগন্তহারা পথিকের মন।

কেউ কিছু সুখের আলিঙ্গনে,
কেউবা দুঃখের অশ্রুজল নিয়ে নীরবে।
কখনো বিষাদ সুর স্পন্দনের মাঝে বিচ্ছিন্নতা ভরা।
কারো দুচোখে শব্দহীন কান্না
বেদনাসিক্ত জলগুলো আপনজন হারানোর শূন্যতার বুকে বয়ে চলে!

এইতো এক দৃশ্য বিধানের জগত!
কে বোঝে কার অনুভূতি?
তবুও তো আমরা বেঁচে আছি
আশা-নিরাশার পথ চেয়ে
সুখ-দুঃখের পাথিব ভরা সময় নিয়ে।
এই তো জীবন আমাদের!
বিধাতা!

কেন তুমি মাঝে মাঝে এত নিষ্ঠুর হও!
        
                   

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...