Friday, December 21, 2018

সুদীপ্তা দেবনাথ

জেগে উঠো - জাগ্রত হও

হে নারী-জেগে উঠো
ঘুমিও না আর-গন্তব্য বহুদূর
গুটিসুটি মেরে ঘোমটার আড়ালে আর বাঁচা নয়!!

তুমি সৃষ্টিশীল
তুমি জন্ম দিতে জানো
তুমি মহীয়সী
কদমে কদম মেলাও-তুমি সহচরী
প্রতিদ্বন্দিতায় সামিল হও
খুলে ফেলো ভয়ের আভরণ
ভয়কে পেরিয়ে এলে অনিবার্য জয়।

তুমি কেঁদো না! কাঁদলে ভেঙে যাবে
যে ভেঙেছে, সে মিলিয়েছে স্রোতে
দুঃখে দুঃখী হইওনা  অট্টহাস্যে উড়িয়ে দাও
প্রাণ খুলে হাসো হাসতে যাচ্ছ ভুলে!
কতকাল বাঁচনি এবার তাই বাঁচো।

যেখানে সেখানে বিলিওনা নিজেকে......
নারী!!
তুমি নিজেই জানো না নিজে কতটা দামী
এ জগৎ সংসার খা-খা তুমি ছাড়া
তুমি মা- তুমি মেয়ে- তুমিই সহধর্মিনী
তুমি পুরুষের শক্তি
স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি
তুমি দৈবশক্তি নারী।

তৈরি করো নিজেকে
তুমি পুরুষের চেয়ে কম নও
তুমি পেরেছো- তুমি পারো
তোমায় পরতেই হবে;;
গুটিয়ে নয় গুছিয়ে নাও নিজেকে
দোদুল্যমান চলা নয়
লক্ষ্য হবে স্থির
সম্মান করো আগে নিজেকে তবেই তো
অন্যে করবে সম্মান
বলার আগে ভাববে দশবার।

আয়নার সামনে দাঁড়াও-
হও নিজের মুখোমুখি
নির্ভীক কণ্ঠে বলো-
আমি নারী-আমি পারি
জেগে উঠো-জাগ্রত হও নারী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...