Sunday, December 16, 2018

মো: রুবেল

করুণ স্মৃতির অস্তিত্ব

বসন্তের সুবাস মাখা ফুলে গাঁথা মালা আজ করুণ স্মৃতির বেড়াজালে;


স্মৃতিবন্দী মালাই এখন আমার একাকিত্বের নিত্যসঙ্গী।


কখনো স্মৃতি অপরাহ্নের নরম রোদের ভাঁজ ভেঙে অবাধে  হেঁটে চলে অজানা মরুপথে তোমার সন্ধানে;


বেলা অবসানে নিরুদ্যম তৃষ্ণার্তুর পথিক শয্যাগত হয়  আমার নিরেট বুক জুড়ে।


কখনোবা কৌমুদি রাতে মোহনায় দাড়িয়ে জাজ্বল্যমান পূর্ণ চাঁদের সাথে চুক্তি করে তোমাকে খুঁজে দেবার;


আবার কখনো চেষ্টা করে ফেলে আসা গোধূলির এক চিলতে আলোতে তোমাকে খুঁজে নেবার।


কখনোবা ইচ্ছেঘুড়ি হয়ে মিশে যেতে চাই নীল অন্তরীক্ষের অভ্রে ও আবিরে;

করুণ স্মৃতির তাড়নায় সোনালি অতীত বিতাড়িত আমি আছি দুর্বিষহে;


ভোগচ্ছি জীবদ্দশায় মৃত্যু যন্ত্রণায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...