নদীশরীর
প্রতিবার বন্যা আসে,পলি পড়ে
এক একটি জন্মদিন গতিমুখ বদলে দেয়
সেই যে ঢেউ ছলাৎছল জীবন
এক একবার বন্যা এসে পাড় ভাঙ্গে
বদলে নেয় শরীর।
বন্যায় শরীর ডুবে গেলে অদৃশ মাছগুলো
বেরিয়ে পড়ে স্বাধীনজলে
তখন সাঁতার কাটে।কাটতে কাটতে পাখনায়
অসুখ লাগে।ক্লান্ত লেজ পাখনা
আঁশসহ জলেই ডুবে যায়।
জলজ জীবন জলেই শেষ এই বন্যা ভয়াবহ।
শরীরের পলিতে নতুন চারা ভালো লাগে
তরতর বেড়ে ওঠে চরায়।
শরীর নদীর মতো পলি জল আর মাছের চক্রব্যুহে
অভিমুন্যের মতো জলবন্দী।
No comments:
Post a Comment