Sunday, December 16, 2018

উৎপল দেবনাথ

মনে পরে


যেথা মেলি আঁখি


সেথা তোমায় দেখি।


রেখেছি  তোমারে অন্তরে গাঁথিয়া


দূঃখ দিয় ধৈর্য অপার,


তবু দূঃখ আমার নাই।


কান্দি বসি গাছের তলায় 


এতেই তৃপ্তি পাই।


ভাবিস কি তুই আমায় নিয়া?নিশিরাতে,


নিশিরাতে কোকিল যখন কুহু কুহু করে


ঘুম ভাঙ্গিয়া তোমায় মনে পরে।


সদা রাখি নয়ন পারে 


কহিব কি আর,অন্তরের ঝোঁকে।


একা বসি শোনি শুধু পাখির আলাপন,


স্বপনে নাই গো কোনো পরী


আছো যে তুমি শুধু অন্তর জোরে।


সুখের পাড়ায় বাস করে 


সুখ খোঁজে না পাই।


নরম হাতে স্পর্শ তুমি


করনি যখন প্রিয়া


ভাব কি তুমি আমায় নিয়া?


তোমার  হৃদয় দিয়া।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...