Sunday, December 16, 2018

বিজন বোস

মহান বিজয়


হিংস্র হায়েনার নাগপাশ থেকে মুক্তি


মুক্তি বিদেশী সাম্রাজ্যবাদের ছলা কলা থেকে,


মুক্ত  বাংলা মুক্ত বাঙালী ,


মুক্তি চিন্তা-চেতনা সংস্কৃতির ।

একটি কুড়ি দুটি পাতা


হিন্দু মুসলিম একতা


বেগবান সৌহার্দের বার্তা ।

আজন্ম লালিত স্বপ্ন ' স্বাধীনতা'


গৌরবে গৌরবান্বিত--


শত সহস্র শহীদের রক্তে


উচ্চ কণ্ঠে উচ্চারিত দুটি নাম


'জয় বাংলা'  ' জয় বঙ্গ বন্ধু'


শেখ মুজিবর রহমান ।

একাত্তরের ডিসেম্বর মহান বিজয়


এ বিজয় স্বপ্নের বাংলার


এ বিজয় পরাধীনতার চির মুক্তি


এ বিজয় বাঙ্গালীর এগিয়ে চলার শক্তি ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...