Sunday, December 16, 2018

পূজা মজুমদার

দ্রোহী



নিজের মুখে নিজের দেশের
করে যে জন অপবাদ
ক্ষমতা আর গায়ের জোরে
করে শুধু অপরাধ।


টাকার লোভে  যারা করে
নিত্য নতুন খুন
ঘুষ নিয়ে যে অসৎ লোকের
গায়ছে গুণাগুণ।


চিন্তা মোটে করে না যে
দেশের দশের জন্য
দূর্ণীতি বা কালো টাকায়
ধন্য তারা ধন্য


করছে যারা মাদক ব্যবসা
করছে যুবক নষ্ট
যার কারণে ছাত্র সমাজ
হচ্ছে পথভ্রষ্ট!


চাঁদাবাজি
স্বভাব আছে যার
অগোচরে ভয় দেখিয়ে
করছে জীবন পার।


এমন করে যাদের হাতে 
দেশ হচ্ছে ছারখার
তারাই হলো আসল শত্রু 
জাতির অন্ধকার।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...