Sunday, December 16, 2018

অভ্রজিৎ দেবনাথ

তুমি চেয়েছ বলেই

তুমি চেয়েছ বলেই থেমে যায়নি সময়


আঁধার হয়নি আলো;


আঁধার আলোর ঝলকানিতে


তোমারে পেয়েছি ভালো,


পৃথিবী পেয়েছে আলো।

তুমি চেয়েছ বলেই রূপকথার রাজকুমার


জঙ্গল-মরুপার-সমুদ্র ছাড়িয়ে


উড়ন্ত ঘোড়ায় স্বপ্নে আসে,


মেঘের দেশে ভ্রমণ করিয়ে


শীতল স্পর্শ মাখে।

তুমি চেয়েছ বলেই দুঃখের প্রহরে


হাজার মাইলস্টোন দূরের বন্ধু


ফোন করে অসময়ে;


প্রয়োজন ছাড়িয়ে জীবন যাপনে


বিলাসিতা আসে নেমে।

তুমি চেয়েছ বলেই বেঁচে আছো


আকাশ-মাটি-পাহাড়-সমুদ্র সবাই


অবিরাম লেগে আছে কাজে, সেই মুহূর্তের-


হেমন্তরাতে আগুনপাখি বারান্দায়


গোপনে ডাক দেয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...