Sunday, December 16, 2018

অভ্রজিৎ দেবনাথ

তুমি চেয়েছ বলেই

তুমি চেয়েছ বলেই থেমে যায়নি সময়


আঁধার হয়নি আলো;


আঁধার আলোর ঝলকানিতে


তোমারে পেয়েছি ভালো,


পৃথিবী পেয়েছে আলো।

তুমি চেয়েছ বলেই রূপকথার রাজকুমার


জঙ্গল-মরুপার-সমুদ্র ছাড়িয়ে


উড়ন্ত ঘোড়ায় স্বপ্নে আসে,


মেঘের দেশে ভ্রমণ করিয়ে


শীতল স্পর্শ মাখে।

তুমি চেয়েছ বলেই দুঃখের প্রহরে


হাজার মাইলস্টোন দূরের বন্ধু


ফোন করে অসময়ে;


প্রয়োজন ছাড়িয়ে জীবন যাপনে


বিলাসিতা আসে নেমে।

তুমি চেয়েছ বলেই বেঁচে আছো


আকাশ-মাটি-পাহাড়-সমুদ্র সবাই


অবিরাম লেগে আছে কাজে, সেই মুহূর্তের-


হেমন্তরাতে আগুনপাখি বারান্দায়


গোপনে ডাক দেয়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...