প্রতিশ্রুতি
দেশজুড়ে চলছে রাজনীতির তামাশা
কোথায়ও নেই শিক্ষিত বেকারের বেঁচে থাকার আশা।
প্রতিশ্রুতি দিয়েছিল অনেক বড় বড় দাদারা
ক্ষমতায় এলে করে দেব দুমুঠো অন্নের ব্যবস্থা ।
কোথায় গেল আজ দাদাদের প্রতিশ্রুতি?
সবই আকাশকুসুম, ধাপ্পাবাজি।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment