Sunday, December 16, 2018

সোমেন চক্রবর্তী

ভিখারি 
          
 

অনেকদিন ধরেই আমার ঘরে অন্ধকার,
চৌকাঠে বসে থাকে চামচিকে ও নিমপেঁচা
সূর্যটা ভরদুপুরে ঝরিয়ে যায় কয়লা রোদ।

এক ব্যাগ ঘরোয়া অন্ধকার নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়
সুযোগ পেলে ছড়িয়ে দেব মুঠো মুঠো

অলিগলিতেও ঘোর লাগা অমাবস্যা,
মুদি দোকানে বিক্রি হচ্ছে নিজ নিজ বাড়ির ঝুলকালি,
কালো রঙের কাপড় এখন খুব সস্তা

গ্রামে শহরে প্রত্যেকের চেহারায় যখন রাত নেমেছে
ঠিক তখনই এক ভিখারিকে দেখলাম মন খুলে হাসতে
সবার কাছ থেকে সে চেয়ে নিচ্ছে একমুঠো অন্ধকার;
তার চেহারা থেকে ছড়িয়ে পড়ছে অদ্ভুত রকমের আলো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...