Wednesday, December 19, 2018

দীপায়ন মজুমদার

ক্ষতি নেই

ক্ষতি নেই 
ভাঙ্গা খেলনাটার পাশে বসে মনের দ্বন্দ মেটানোই
ক্ষতি নেই
হেরে যাওয়া প্রেমিকের মন ভোলানোয়
ক্ষতি নেই
আমার এ দু'হাত ছেড়ে অন্য হাত ধরলে
ক্ষতি নেই
আমার বুকে পাথর রেখে অন্যকে ভালোবাসলে
ক্ষতি নেই
প্রশ্নের উত্তরে হোক আর একটা প্রশ্ন
ক্ষতি নেই
মেনে নেব সবই; 
শুধু তোমারি জন্য ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...