Saturday, December 22, 2018

সোনালী রায় বাগচী

বিষ

দু একটা ঘুম নেমে এসেছিল
সুচতুর ভেল্কি নিয়ে ।
স্বপ্নের আনাচে কানাচে তারা
গুঁজে দিয়েছিল মৃত্যুর ধারাপাত ।
জীবনের সহজলভ্য গাণিতিক সূত্রগুলি
সেদিন থেকেই দিশেহারা ।

কিছু ঘুম ছুঁয়ে গেছিলো
নদীর উজান স্রোতে ভেসে আসা
কচুরিপানা শব্দমালাকেও ।
দিকভ্রান্ত সেইসব শব্দেরা
এখন এলোমেলো আঁকিবুকি কাটে ব্যর্থতার সিলমোহর এঁটে ।

কয়েকটা ঘুম শান্ত করেছিল  ,
রক্তের লাভা স্রোতকে ।
প্রাত্যহিক ব্যস্ততার খোলসে
নিজেকে আপাদমস্তক মুড়ে ,
লাভা এখন দিব্যি শীতঘুমে ।

এভাবেই হয়তো হ্যামলিনের বাঁশির সুরে 
রক্তের প্রতিটা ফোঁটা
হিমোগ্লোবিন হারিয়ে পরিণত হয়
কেবলই এক ম্যাড়ম্যাড়ে সাদা পিচ্ছিল তরলে ।
কখনো না ভাঙা সব ঘুমেরা
অস্থিতে অস্থিতে বাসা বাঁধে
খুব গোপন ষড়যন্ত্রের মতো ।
বুক ছুঁয়ে যাওয়া হিমেল হাওয়ায়
এখন তাই সেই ঘুমের এন্টিডোট খুঁজি ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...