এ কোন ভারত
ভারত আমার সংস্কৃতিতে ছিল বিশ্বসেরা,
পাশ্চাত্যের নকলে আজ হল পাত্র হারা।
মা-বাবা আর গুরুভক্তি মুছলো চিরতরে!
ঈশ্বরেতে নেই অনুরাগ মানবের অন্তরে।
শ্বশুর-শাশুড়ি আজ পায়না সেই সন্মান,
যাহা কিছু ছিল প্রাচীন ভারতে অম্লান।
তুলসীতলায় মঙ্গলদ্বীপ জ্বলে না আর ঘরে,
পরিবর্তন হল পোশাক-কায়দা চিরতরে।
মাতৃভাষা ব্যবহারের পথে এল বাঁধা!
মাতৃদুগ্ধ সমতুল্য যাতে দূর হয় ধাঁধা।
উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে লুপ্ত আজ,
মা মানে না বোন মানে না এবা কোন সমাজ?
সাধু-বৈষ্ণব-মহাত্মাদের করেনা সন্মান,
চার্বাকনীতির ঠেলায় বুঝি চলছে বর্তমান।
ভোগের পিছে সবাই যে আজ রইলোরে ভাই লেগে,
আত্মবিদ্যা দেখতে পেলে সবাই দূরে ভাগে।
শ্রীকৃষ্ণ যে দিল সুধা গ্রন্থ শ্রীমদ্ গীতা,
কাছে পেলে স্পর্শেনা কেউ লাগে সবার তিতা।
ঈশ্বরেতে নেই প্রার্থনা শুধুই DJ গান,
মায়ের চেয়ে বেড়ে গেল বউ-এর সন্মান।
বৃদ্ধলোকে ভক্তিশ্রদ্ধা যাচ্ছে সবাই ভুলে,
নম্রতা আর ভদ্রতার মান যাচ্ছে গোলেমালে।
সর্বনাশা নেশার অধীন হচ্ছে কত যুবক,
শৃঙ্খলা আর শান্তি যে ভাই দেশ থেকে পলাতক।
লাজ-লজ্জা ছিল যাহা নারীর ভূষণ,
বিসর্জন দিল পড়ে অর্ধঢাকা বসন।
করছে যারা লালন-পালন দিয়ে মন প্রাণ,
গৃহ ছেড়ে বৃদ্ধাশ্রমে হল তাঁদের স্থান!
কুকর্ম আর কুভাবনা বাড়ছে প্রতিদিন,
অবহেলার হচ্ছে স্বীকার যত দূঃখী-দীন।
কেউবা গড়ে টাকার পাহাড় অসৎ কাজে লেগে,
কেউবা নামছে দরিদ্রতায় ধূমকেতুর বেগে।
সভ্যতা আজ চলছেরে ভাই পাশ্চাত্যের চাকায়,
ভারতীয় সভ্যতা লুকে ধ্বংসের কালোঢাকায়।
সৎ মানুষে ঠকায় লোকে ধরে সাধু সাজ,
সরলতার সুযোগ খুঁজে ফাঁকে করে কাজ।
মানুষ হয়ে মানুষকে খুন করছে নির্দ্বিধায়,
মন্দ লোকের বুদ্ধি-বিবেক পিছনে পানে ধায়।
আমি যে ভাই দেখছি আগাম ভবিষ্যতের জাঢ়ে,
ক্রমে ক্রমে ভারত আমার যাচ্ছে বিনাশ পাড়ে।
No comments:
Post a Comment