প্রতীক্ষায়
সারাদিনের পরিশ্রমে অবসন্ন
এ দেহ,
ক্লান্তি সারা দেহমনে
তবু ঘুম নেই দুচোখে।
নিশীথ রাত!
অন্ধকার রাতে বিচিএ সব শব্দ,
কখনো ভেসে আসে
ঝিঝি পোকার ডাক
কখনো বা ডাকছে পেঁচা।
ঘরে শুধু টিক টিক শব্দ
ঘড়িটা বলছে একটু একটু করে
সময়টা যাচ্ছে চলে।
অবসন্ন দেহটা
এপাশ ওপাশ করে,
যেন বিদ্রোহ ঘোষণা করছে।
দুচোখের পাতাগুলি দুর্বল নয়
ওরা খুব সবল।
দেহ মনের সাথে ওদের
নেই কোন সঙ্গতি!
ওরা চলছে ওদের পথে
আমি জেগে একা।
দুচোখে ঘুম নেই,
ঘড়ির শব্দের সাথে
শুধু প্রহর গোনা।
কখন ভোর হবে?
আরেকটা সুপ্রভাত।
শেষ হবে জীবনের আরেকটা
কর্মক্লান্ত দিন।
দুয়ারে দাঁড়িয়ে রবো একা!
No comments:
Post a Comment