Thursday, December 20, 2018

দেবশ্রিতা চৌধুরী

অবচেতন

বিমূর্ত ভাবনারা নক্সী কাঁথার
শৈল্পিক বুননে অস্ফূট থেকে
স্ফূটতায় আসতে চাইলে
ভেতর ভেতর একটা অপার্থিব
অপারঙ্গমতার অনুভূতি ঝড়ের
বেগে পরিপাটি নিটোল মূর্ততা
তছনছ করে দেয়।

জাগরূক স্বপ্ন এক ঝটকায়
পারিপার্শ্বিক ভালোবাসার সব
আয়োজন সাজিয়ে হাতছানির
কলাকৌশলে মূল‍্যায়নে হাজির।

তবুও অবচেতন ডেকে ফেরে
বিমূর্তের অসমাপ্ত নক্সী কাঁথার
রংমিলান্তি সূঁচের ফোঁড়ে।

  

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...