Thursday, December 20, 2018

দেবশ্রিতা চৌধুরী

অবচেতন

বিমূর্ত ভাবনারা নক্সী কাঁথার
শৈল্পিক বুননে অস্ফূট থেকে
স্ফূটতায় আসতে চাইলে
ভেতর ভেতর একটা অপার্থিব
অপারঙ্গমতার অনুভূতি ঝড়ের
বেগে পরিপাটি নিটোল মূর্ততা
তছনছ করে দেয়।

জাগরূক স্বপ্ন এক ঝটকায়
পারিপার্শ্বিক ভালোবাসার সব
আয়োজন সাজিয়ে হাতছানির
কলাকৌশলে মূল‍্যায়নে হাজির।

তবুও অবচেতন ডেকে ফেরে
বিমূর্তের অসমাপ্ত নক্সী কাঁথার
রংমিলান্তি সূঁচের ফোঁড়ে।

  

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...