Friday, December 21, 2018

শৌভিক বাগচী

অর্ধেক

আধখানা সকাল
অজস্র আঁকিবুকি গায়ে ,রোদমাখলো

আধখানা দুপুর
ছায়ায় হারিয়ে
মায়া বাড়ালো .

আধখানা বিকেল
এই মাত্র স্নান সেরে
আকাশ বিছিয়ে দিলো 

আধখানা রাত
বসন খুলে ,বসলো
আদিম শাখায় ....

আধখানা প্রাণ
গড়িয়ে গেলো
অন্ধকারে ...

বাকি অর্ধেক
থেকে গেলো দূরে
নরম কুয়াশায় .....

কে যেন দিলো ডাক
বলে উঠলো
'এই আমি '

আমার আমি = অর্ধেক
বাকিটা পর্ণমোচী
কেবল ঝরেই চলেছে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...