Tuesday, December 18, 2018

সঞ্জীব দে

প্রহেলিকা

এক বুক আশা নিয়ে নতুন, জীবন নৌকায়
পা রেখেছিল প্রহেলিকা
শ্যাওলা জড়ানো সংসার , হাওয়া জড়িয়ে
একটু দাঁড়াতে চায়, চোখে শস্যেফুল--
রক্ত জমাট হতে হতে কালচে শরীর!

রাত গাঢ় হলে স্বপ্নরা ডানা মেলে
প্রভাত কিরণে আবার স্বপ্নাশ্রু শুকিয়ে যায়,,
লাভার মত টকবক করে ফুটে উঠে ব্যাথিত শব্দ!
           আগুন!  আগুন!  আগুন!

এক নিস্তব্ধ সকালে দুটি নিস্পলক চোখ
আর ঠোঁটের কোনে চির ব্যঙ্গ্যার্থক হাসি
একের পর এক প্রশ্ন প্রসব করে !

মৌনতার মিছিলে
লজ্জায় মাথা নত করে মানুষ মানুষের মিছিলে !

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...