সার্পোউইস
মূর্খামির ইতিহাস বানায় হোলিজেন আর সেক্টারিয়ান,
ঢেউ যেদিন ব্রিজ বেয়ে যায়,সভ্যতা চায় মিউটেশান।
শীতের দরজায় ঠোক বসায়,আসে বসন্তের সমাগম-
যদি কেউ চিৎকার করে,শেষ বলে সাধারণ।
কোথাও যেন শূন্যতায় ঘিরে আছে চারপাশ,
কোথাও হৃদদরজায় শুধু ছাইয়ের বাস!
কোথাও ঘামে ব্যথা কষ্টরা পুড়ে যায় লেলিহান শিখায়
আর কোথাও নীরবতা চোখ মেলে যায় নীরবতার ঠিকানায়-
তবে বাস্তব যখন কঠোরতা হানে-
বাতাসের ডাক আসে এক উষ্ণ হাওয়ার,
এখনো ক্লান্ত হৃদয়ে সুবিশাল দীর্ঘশ্বাস
যখন বিষন্নতায় ছারখার আশপাশ!
তবে শান্তির একটা ঝড়ো বাতাস আসুক,
প্রবলাবেগে ভেসে যাবো অদ্ভুত মনোচ্ছাসে।
No comments:
Post a Comment