Tuesday, March 28, 2023

শুভ্রা দেব

বসন্ত বিলাস 
.
কুয়াশার চাদর গুটিয়ে 
প্রকৃতি পড়েছে সবুজ শাড়ী,
ঝড়াপাতার মর্মর শব্দে
কচিপাতার ঠোঁটে হাসির ঝিলিক।

রাঙা পলাশ ঘিরে 
বইছে প্রেমের জোয়ার, 
আবির মাখানো হাতে আঁকা
বুকভরা ভালোবাসার রেখা।

বসন্ত রাজের বিনিদ্র রাত কাটে
শীতের বিদায়ী সংবর্ধনায়,
কোকিলের কুহু রবে
অপ্রেমিকের গান বাজে।

তপ্ত উদাস নির্জন দুপুর 
স্বপ্ন বুনে রাশি রাশি ,
কখন মনে জাগবে ফাগুন 
প্রিয় মানুষের হাতের ছোঁয়ায়।

হলদে শাড়ির ভাঁজে ভাঁজে 
লুকানো মনের অভিলাষ,
খোঁপায় দুলানো কৃষ্ণচূড়া 
নীরব প্রেমের গল্প শোনায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...