Tuesday, March 28, 2023

আশিষ ভট্টাচার্য

বলো কী লাভ
.
এই দগ্ধ বসন্তে সংগীত! শিশু!
কোন কিছুই যে লাগে না ভালো,
ভোরের কাগজ খুললেই 
চারদিকে শুধু অগ্নিসংবাদ।

আমরা অর্জন করি প্রতারণা,
বর্জন করি না কিছুই ;
আজকাল ক্যাডার নার্সিং নেই বলেই
শিখতে পারি না ফুল ফোটানোর কলা,
মরার আগেই মরে যাই কতোবার।

বৈমানিক হয়ে কী লাভ 
না যদি হতে পারি সেই 
"মানুষের মত মানুষ" ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...