Tuesday, March 28, 2023

আশিষ ভট্টাচার্য

বলো কী লাভ
.
এই দগ্ধ বসন্তে সংগীত! শিশু!
কোন কিছুই যে লাগে না ভালো,
ভোরের কাগজ খুললেই 
চারদিকে শুধু অগ্নিসংবাদ।

আমরা অর্জন করি প্রতারণা,
বর্জন করি না কিছুই ;
আজকাল ক্যাডার নার্সিং নেই বলেই
শিখতে পারি না ফুল ফোটানোর কলা,
মরার আগেই মরে যাই কতোবার।

বৈমানিক হয়ে কী লাভ 
না যদি হতে পারি সেই 
"মানুষের মত মানুষ" ?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...