বলো কী লাভ
.
এই দগ্ধ বসন্তে সংগীত! শিশু!
কোন কিছুই যে লাগে না ভালো,
ভোরের কাগজ খুললেই
চারদিকে শুধু অগ্নিসংবাদ।
আমরা অর্জন করি প্রতারণা,
বর্জন করি না কিছুই ;
আজকাল ক্যাডার নার্সিং নেই বলেই
শিখতে পারি না ফুল ফোটানোর কলা,
মরার আগেই মরে যাই কতোবার।
বৈমানিক হয়ে কী লাভ
না যদি হতে পারি সেই
"মানুষের মত মানুষ" ?
No comments:
Post a Comment