Tuesday, March 28, 2023

আলমগীর কবীর

মৃত্যু 
.

আমরা প্রতিদিন, প্রতি মুহুর্ত, প্রতি ঘন্টা,  প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মৃত্যুবরন করি।

শুধু আমরা নয় আমাদের আশে পাশে অগণিত প্রিয়জন মৃত্যুর দিকে চলে যায় আমাদের চোখের সামনেই।

 আমরা একটুও ভাবিনা।  গভীর ভাবেতো একদমই নয়! আমাদের দিকে চেয়ে থাকে আমাদের পিতা মাতা....

কত স্বপ্ন দেখে, কত কি কল্পনা করে সাজিয়ে রাখে আমাদের জীবন, শুধু অপেক্ষা করে কোনো এক মুহুর্তের! 

ভরসাবিহীন অপলক দৃষ্টিতে চেয়ে থাকে, আমাদের জীবন বেড়ে উঠার দিকে, 
আর আমরা ফুর্তির ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াই। 

কোথায় যাই, কেনো যাই কিছুই জানিনা
এদিকে শত ইচ্ছে, ভরসা, স্বপ্নের মৃত্যুর জন্য দায়ী আমরা!

এমন অসংখ্য মৃত্যু হয় আমাদের জন্য আমরা বুঝিনা,
আমরা বুঝতে চাইনা,! 
ভুলে গেছি আমরা লাশের স্তুপের উপর বাস করি!

দিন দিন এতো মৃত্যু হয় যে বাতাসে শুধু দুর্গন্ধ
কিন্তুু আমরা এমনভাবে হারিয়ে গেছি আমরা কোনো গন্ধ পাইনা...!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...