Wednesday, March 29, 2023

পূজা মজুমদার

মেঘ বার্তা

এক একটি সময় পার হওয়া,
কিছু স্রোত ধরে রাখা
পাথর দিয়ে থেতো করা হলো
কয়েকটি কথা! 
পাতায় রাখা একফোঁটা বৃষ্টির জল ,
উপমা হয়ে হাঁটছে...
বিশ্বাসের মধ্যে লুকিয়া থাকা ঘাম ,
যার ওজন জানা নেই।
মুখের এঁটো কথা
হিংসার আলনাতে
ঝোলানো 
তৃষ্ণা মেটানো হলো সকালের 
আত্মভোলা মেঘ বার্তা নিয়ে এলো
সর্বহারা সংশয় 
মাটিতে কুড়িয়ে পেলাম
ভালোবাসার দানা ..
পৃথিবীর বাতাসে মিশে আছে শত-সহস্র বুকের দীর্ঘশ্বাস।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...