Tuesday, March 28, 2023

সংগীত শীল

রাত্রি শেষে

সমস্ত পথের ধুলো মাড়িয়ে  
নতুন করে জীবন আঁকতে বসলাম,
তুমি ঠিক আগের মতই পাশে আছো মল্লিকা
তোমাকে ভুলে যেতে হয়নি
ভুলা সম্ভব না,
তোমায় নিয়ে আমার হৃদয়মননে 
তারুণ্যের খেলা; তাইতো মল্লিকাকুঞ্জে ভ্রমর উড়ে।

কত নিন্দা উপেক্ষা করেছি,
তবুও তোমার আমার দূরত্বে 
বিষন্নতার ছোঁয়াচ লাগতে দিইনি কখনো,
জাপটে ধরার প্রবল তৃষ্ণা
আজও আমাকে বেঁধে রেখেছে।

যেমন করে স্বপ্ন দেখিয়েছো আকাশছোঁয়ার
থেকেছো জীবনযুদ্ধের সাক্ষ্য হয়ে।
হেরে গিয়ে উঠে দাঁড়াতে
তোমার কথা মনে পড়ছে;
এভাবেই উপসংহারে চিহ্নের দাগ রেখে যেও
আমিও এক এক সিঁড়ি বেয়ে যাব।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...