বসন্তের দ্বিপ্রহর
.
দূরে দেখি চেয়ে গ্রামের ছেলে মেয়ে
ব্যস্ত আবির খেলায়
একাকী নির্জনে গৃহের এক কোণে
শান্ত দুপুর বেলায়।
মনে ওঠে ঢেউ বুঝলো না কেউ
ভগ্ন হৃদয়ের ব্যথা
বোঝে শেষমেষ সুজলা পরিবেশ
আমার মনের কথা।
ওই দেখা যায় অরণ্যের গায়
আগুনের বহ্নিশিখা
ফাগুনের মাস শিমুল পলাশ
অরণ্যের সীমারেখা।
ফুলের সুবাস বয়ে আনে বাতাস
মৌমাছির ঘ্রাণ ভরে
গুনগুন গানে কত কথা প্রানে
চলে দীর্ঘ সময় ধরে।
করে ডাকাডাকি কত রকম পাখি
ক্লান্তি ভাঙা স্বরে
কপোত কপোতী প্রেমেতে আহুতি
নিজের বানানো ঘরে।
No comments:
Post a Comment