Tuesday, March 28, 2023

জিএম কামরুল হাসান


অভিমান!
.
অভিমান....
তুমি বড়ই নস্ট 
তোমার স্বভাবের বড় অভাব
তুমি তিলকে কর তাল, চেতন কে মাতাল
তুমি ঘুন পোকার মতো কুরে কুরে
নিশ্বাস করো বিশ্বাসের বেড়া
সোজা মানুষের অন্তরে ঢুকে কর ত্যাড়া!
অভিমান....
তুমি দাও বড় কস্ট
তোমার কারনে ঘর ভাঙ্গে যার তার
ছেড়ে যায় কার সব সম্পর্ক 
তুমি ঘন ঘন রং বদলাও ইচ্ছে মত
বর্ণচোরা সাপের মত তুমি 
তোমাকে বিশ্বাস করে বহু ঠকেছি!
অভিমান.....
তুমি গড়তে পারনি কোন বিশ্বাস
তুমি দুঃখ দিতে গড়েছো সেই ইতিহাস
আপন করেছি তোমায়, বোঝেনি ওরা
দূরে সরে যায় তাও বোঝেনা
ওরে নিষ্ঠুর ওরে হতভাগা হতচ্ছাড়া
সব কেড়ে নিয়েও কি তোর সাধ মিটেনা!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...