একটি অন্ধকার রাত
.
চারদিকটা আলোর বৃত্ত, মাঝে ছোট্ট অন্ধকার
আলোকে যেনো জাপটে ধরে তা–
বহু কাহিনি রহস্যে ঘেরা, তবুও
সমাধানের সূত্রে রাত কেটে সূর্যোদয়,
কিন্তু, না মেলানো অংকের মত সবটা...
নিস্তব্ধ-নিরালা যাপন, গল্পের ভীড় চোখে
ঘুমহীন, আয়নায় অন্য চেহেরা – অদ্ভুত!
নিজেকে না চেনা, প্রশ্ন করা, উত্তর হাতড়ানো;
কোনো এক বোধ ঠিক মাথার উপর
খেলায় মেতে উঠে, একটা সময় মিলে যায়
তখন সূর্যটা ঠিক বুকের উপর, সম্পূর্ণ দিন।
No comments:
Post a Comment