Tuesday, March 28, 2023

রূপঙ্কর পাল

একটি অন্ধকার রাত 
.
চারদিকটা আলোর বৃত্ত, মাঝে ছোট্ট অন্ধকার 
আলোকে যেনো জাপটে ধরে তা–
বহু কাহিনি রহস্যে ঘেরা, তবুও
সমাধানের সূত্রে রাত কেটে সূর্যোদয়,
কিন্তু, না মেলানো অংকের মত সবটা...
নিস্তব্ধ-নিরালা যাপন, গল্পের ভীড় চোখে
ঘুমহীন, আয়নায় অন্য চেহেরা – অদ্ভুত!
নিজেকে না চেনা, প্রশ্ন করা, উত্তর হাতড়ানো;
কোনো এক বোধ ঠিক মাথার উপর
খেলায় মেতে উঠে, একটা সময় মিলে যায়
তখন সূর্যটা ঠিক বুকের উপর, সম্পূর্ণ দিন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...