Tuesday, March 28, 2023

মিঠুন দেবনাথ

বিশ্বরূপের হাট
.
বিশ্বকোষে হাট বসেছে বাজার জুড়ে ঝড় ,
কেউ নিচ্ছে মুন্ডু গোটা কেউ নিচ্ছে ধর ।
কেউবা আবার দালাল সেজে ডলার দিনার ধরে ,
কেউবা আবার খুচরো নিয়ে চালা বস্তা ভরে ।
ঘুষ হয়েছে শ্বেত শব্দ সেলামী তাহার নাম ,
সুযোগ বুঝে পিঁপড়ে সেথায় নিচ্ছে চরম দাম ।
শেষের রাতে মোরগ ডাকে মাঝের রাতে পেঁচা ,
আড়াল থেকে তাকিয়ে দেখ চলছে কেনা বেচা ।
মাঝের পাতা যেমন তেমন সূচীপত্রে ধাঁধা ,
বস্তা পিঠে দৌঁড়ছে সেথায় দ্বিপদ যুক্ত গাধা ।
হাঁপিয়ে ঝাঁপিয়ে মরছে গাধা পায় না মরুর কুল ,
হাঁড়ে মাংসে একাকার বিকেল বেলায় ফুল !
মাঝের পাতা নাই বা হলো শেষেরপাতায় শোক , 
বিশ্বকোষের হৃদয় জুড়ে যাবর কাটার লোক ।
এমনি ওদের যায় না ধরা হরেক রকম সাজ ,
আলো আঁধার দুই বেলাতেই যাবর কাটার কাজ ।
কালো বেড়াল পথ কেটেছে দুই পা পিছে নাও ,
গন্ধ বুঝে সঙ্গ ছাড়ো বাঁচতে যদি চাও ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...