নীলপাখি
১)
নদীটি মুহুরীর মতোই
বৃষ্টি শেষের জলে সোনারোদের আলো
হতে পারে শূন্য
তবুও আকাশের জায়গা হয়
বন্দর ছেড়ে উড়ে আসে মেঘ
এই বুকে-
ছবি-ছবি খেলা শেষে পালিয়ে যায় নীলপাখি।
২)
আমরা তাল খুঁজি পরগাছার কাছে
যত্তসব কোন্দল, এখানেই-
ঝুলন্ত দেহ, আহত নগর, শিকারী তারা
ভয়াল রাত বিলি করছে নিয়মিত
শূন্য বলেই, বুক থেকে তুলে রাখি সুখ
অথচ আকাশ ঢুকে পড়ছে, আকাশে-
নীলপাখিটি মাটির খোঁজে শেয়াল হয়ে যায়।
No comments:
Post a Comment