Tuesday, March 28, 2023

দেবাশিস দাস

বিরুদ্ধতা
.
একটা ইমেজ থেকে জন্ম নেয় অনেকগুলো স্বেচ্ছামৃত্যু।

যেমন, ধানের খলা থেকে পিঁপড়ের পালানোর শব্দ
অথবা, ঝাড়াই এর পর ফেলে দেওয়া
অবাঞ্ছিত শস্য দানা বা মানুষ।

এভাবে একটা শীত চলে যায়।

মৃত্যু বা বিচ্ছেদের মতো স্বাভাবিক ঘটনা 
মানুষ আর শস্য দানার মতো গুরুত্ব হারিয়ে পড়ে থাকে শহরের ফুটপাতে  …

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...