Tuesday, March 28, 2023

দেবাশিস দাস

বিরুদ্ধতা
.
একটা ইমেজ থেকে জন্ম নেয় অনেকগুলো স্বেচ্ছামৃত্যু।

যেমন, ধানের খলা থেকে পিঁপড়ের পালানোর শব্দ
অথবা, ঝাড়াই এর পর ফেলে দেওয়া
অবাঞ্ছিত শস্য দানা বা মানুষ।

এভাবে একটা শীত চলে যায়।

মৃত্যু বা বিচ্ছেদের মতো স্বাভাবিক ঘটনা 
মানুষ আর শস্য দানার মতো গুরুত্ব হারিয়ে পড়ে থাকে শহরের ফুটপাতে  …

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...